আলোর জন্য প্রার্থনা
অন্ধচোখে করেছিলাম
আলোর জন্য প্রার্থনা
ভেবেছিলাম
আলোতে হয়তো আপনি ফোটে চোখ
বুঝিনি কোনদিন
আলো হারানোর যন্ত্রণা
দীর্ঘ পথ চলার শেষে
প্রার্থনা শুধু এই
প্রার্থনা শুধু এই
সজনে বিজনে
আঁধারে আলোতে
সম্পদে বিপদে
নিন্দা খ্যাতিতে
সত্যভ্রষ্ট যেন না হই
বন্ধ জানলায় জমা প্রাচীন অন্ধকার
বন্ধ জানলায় জমা প্রাচীন অন্ধকার
অপেক্ষার বালিঘড়ি
বুকের ভিতর বাসা
তীর্থের কাক
অযত্ন
ভালোবাসতে নিয়ম লাগে নাকি?
অনুমতি?
ফুলদানির ফুলের পরিচর্যা লাগে
শৌখিন বাগানেরও লাগে
ঘন জঙ্গলের মধ্যে ফোটা ফুলের যত্ন লাগে নাকি?
কিছু সময় থেমে থাকে
যার শুনেছি জগতখানা
যার শুনেছি জগতখানা, তাঁর এত নেই জোরাজুরি
তাঁর যত সব চ্যালা চামুন্ডা, তাদেরই দেখি তাড়াতাড়ি
যে কোনো ভাবেই মানাতে হবে, শেখাতে হবে 'জি হুজুরী'
কার ভাবে কে পূজা চায় রে, সবই দেখি দেখনদারি!
পায়ে পায়ে পথ এগোনো
মিল
কোনো মিল নেই
তবু মিল তো আছেই
না হলে সব বসন্তে একই ফুল
নতুন হয়ে আসে কি করে?
সব মৃত্যুই পরিচিত করে কেন
অপরিচিতকেও