Skip to main content

খোলা বারান্দা

খোলা বারান্দা। এক চিলতে রোদ্দুর
কখনও আড়ি, কখনও সখনও ভাব
ভালোবাসা, তোর নোনতা নোনতা স্বাদ
হৃদয় ঘিরেছে বল্মীক কারাগারে
প্রাণের ফেঁসোয় গরলামৃত ফাঁদ

প্রজাপতি


প্রজাপতি বলল, মধু কই?
ফুল বলল, মধু তো নেই
       আছে সাজ। ঠিক ওই ফুলের মত।

প্রজাপতি বলল, কিন্তু সে ফুলে যে আছে মধু
   তার আছে সে সাধন,
        তুমি তো রিক্ত। শূন্য অনুকরণ।

তোমার প্রতিবাদ


তোমার প্রতিবাদ
   ঝোড়ো হাওয়ায় দাবানল লাগিয়ে

আমার প্রতিবাদ
  ঝোড়ো হাওয়ায় ঘরের কোণের 
                    প্রদীপ আগলিয়ে

এখন আমার অষ্টপ্রহর যন্ত্রণা


এখন আমার অষ্টপ্রহর যন্ত্রণা
ডুব সাঁতারে শামুকে কাটা পা

চাতক তৃষ্ণা
     এক পশলা তুমি
ঘুণ লেগেছে সুখের সারা গা

কথারা উড়ে গেল

কথারা উড়ে গেল
   বকের মত নির্মোহ ডানা মেলে মহাশূন্যে
       নীরবতায় শূন্য নীড়
...

মানুষ কবিতা খুব কম পড়ে

মানুষ কবিতা খুব কম পড়ে
খুব কম মানুষই কবিতা পড়ে
খুব কম মানুষই কবিতার পাশে দাঁড়ায়
...

ধানদুব্বো

এই নে ধানদুব্বো 
ঈশ্বর অপেক্ষায় আছেন,
            অভুক্ত
...

পাশাপাশি

কখনও কখনও
ঘাতকও ঘায়েলকে বলে
- আমারও লেগেছিল
...

নিশানা

তুমি এলোপাথাড়ি গুলি চালালে 
বাঁচতাম হয়ত বা
   মরতেও পারতাম, 
      অথবা আহত হতাম
...
Subscribe to উপপত্র