Skip to main content
 
কথারা উড়ে গেল
   বকের মত নির্মোহ ডানা মেলে মহাশূন্যে
       নীরবতায় শূন্য নীড়
 
সে শূন্যতায়
    মহাকাশ এসে আড়ামোড়া ভেঙে বসল
           বলল, আমি আছি
 
(সমীরণদার ছবিতে শব্দ খোঁজায় তৃপ্তি আসে না, তবু চেষ্টা করি।)