না হতেও তো পারে
হতে পারে তুমি আমার উপর নারাজ
রাস্তাটা আধমাইল কেন
এক পাও হাঁটতে তোমার ইচ্ছা নেই
হতে পারে তোমার ভোরের স্বপ্ন ভাঙিয়েছি আমি
দোহাই তোমায়
দোহাই তোমায়
তোমার একাকীত্বকে নিঃসঙ্গতা বানিয়ে ফেলো না
কথা
তোমার কথা বলব
শুধু তোমার কথা বলব
যারা তোমার কথা বলল
তাদের কথা বলব
কি বলব?
বলব তুমি আগল নও
বলব তুমি দূর নও
বলব তুমি জটিল নও
বলব তুমি ভয় নও
সল্টেড বাদাম
ফিসফিস
চুপচাপ এসো
পাগল
মাছের বাজার। সব্জী বাজার। মুদির দোকান।
কোথাও যান না। শুধু চাষের জমি খুঁজে বেড়ান।
কে যেন বলে গেছে - চাষবাস আরো বাড়ানো চাই
সেদিন ভোরে উনি চাষের ক্ষেতে
মেঘ
সেই চেনা সরষে ক্ষেত দেখে এলাম
জ্যোৎস্নায় ভিজে চুপচুপে
ডাকলাম। কেউ সাড়া দিল না।
জিভ কাটলাম মনে মনে
খেয়াল করিনি মেঘ ছেঁড়া চাঁদ ওদের মাঝখানে
আমিও তো সাড়া দিই না অন্যের ডাকে,
যখন ব্যস্ততার মেঘ ছেঁড়া তোমার চোখ
আমার চোখের সামনে
চেষ্টা করো
আমায় জ্যান্ত চেয়েছিলে না?
তবে নাক-চোখ-মুখ চেপে ধরছ কেন?
শপিং কমপ্লেক্স
ভালোবাসা একটা বহুতল আবাসন
আবাসন? না শপিং কমপ্লেক্স?
প্রতিটা ঘরে, প্রতিটা ফ্লোরে কি প্রচণ্ড ভালোবাসা
সবাই যেন মহড়া দিচ্ছে,
কোথায় কবে যেন হবে অসম্ভব রকম প্রতিযোগিতা
বাসনা
কোনো একটা ঘরে স্থির হয়ে বসতে দিল না
বাসনা
এক ঘরে বসে থাকতে থাকতে দরজায় হাতছানি,
বলল, ওঠো, ও ঘরে যাব এবার