Skip to main content

এগিয়ে এসো

সাঁকোটা দুলছে
তবু তো পেরোতে হবে
দু'দিকে হাত রাখার জায়গা নেই
  ভারসাম্য বজায় রাখার দায়িত্ব শুধু তোমার

কোন বসন্তে

তবু মনে হয় যেন পরবাসে আছি
     নিজের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আমি
 তোমার হাতটা নাগালে পাওয়ার ইচ্ছা 

কি হবে ভেবে?

প্রখর গ্রীষ্মের দাবদাহে, প্যাচপ্যাচে ঘামে শুয়ে শুয়েও তো ভেবেছি
    আচমকা ঝড় উঠবে, কালো তিরপলে আকাশ ঢেকে...
   উফ! কি ধুন্ধুমার কাণ্ডটাই না হবে!

একলা

ফেরৎ চেয়ো না   প্রতিচ্ছবিরা আয়না দেখে না

ঘর

এককণা ধুলো 
বসন্তের বাতাসে উড়ে শিমূল ফুলের পাপড়িতে গিয়ে বসল
 লাল বিছানায় শুয়ে আকাশে তাকিয়ে দেখল

২১ শে

নাভিকুম্ভ পোড়ে না জানো তো?

আমের বোল

আমের বোল একলা আসে না
  কিছুটা প্রেম, কিছুটা স্মৃতি, কিছুটা উদাসীনতা নিয়ে আসে
...

সাধনা

    একদিন তোমার হাত ভীষণ শক্ত হবে
   এমন শক্ত হবে 
তুমি কম্পিত প্রদীপকে আড়াল করে বলবে - থামো!
       প্রদীপ স্থির হবে

ফিরে যাও

তোমাকে ডাকিনি তো!
বাড়ির উঠানে লাল শিমুলকে দেখছে অভিমান
   বন্ধ ঘরের অন্ধকারে জানলার পাশে বসে
...

অকালবোধন

দূরে শুনছ কিসের সুর বাজছে?
শুনতে পাচ্ছো না?
ওই দেখো, ওর তালে তালে
   বাড়ির উঠোন কাঁপছে, ছাদ দুলছে
শিউলিগুলো ঝরছে দেখো প্রতিটা সমে
তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, শুনছ না কিছু?

Subscribe to কবিতা