বাঁচতে চাচ্ছে
সোম থেকে শনি
কে তুমি?
অন্তর্যামীকে জিজ্ঞাসা করেছিলাম
আজীবন
পরাশরবাবু সুখী হতে শিখেছিলেন। আজীবন।
কেউ নতুন ফ্রীজ কিনেছে শুনলে খুশী হতেন।
কেউ নতুন বাড়ি কিনেছে শুনলে খুশী হতেন।
কেউ নতুন চাকরি পেয়েছে শুনলে খুশী হতেন।
পরাশরবাবু খুশী হতে হতে সুখী হতেন। সুখী হতে হতে শান্ত হতেন।
প্রতিদিন একটা করে খুশীর খবরের অপেক্ষা করতেন।
যেদিন ছেলেটা জলে ডুবে মারা গেল
ভুল
যখন তুমি একটা পাখিকে খাঁচায় পোরো,
আসলে তো পাখিটাকে নয়,
তার অসহায়তাটাকে বন্দী করো
তার বন্দী প্রাণের ডাক
যা তুমি
তোমার অহমিকার
বন্দনা ভেবে
ভুল করো
অনবরত
অনবরত যদি রাস্তা বদলালে
অনাত্মীয়
তোমার চোখের দিকে তাকালে মনে হয়
আমিও
১
==
আমি তো বলিনি
প্রদীপখানা নিখুঁত আমার
আছি
এক বুদ্ধিহীন বোধের খুব প্রয়োজন
অনেকটা ঘুড়ির মত
যে লাটাইয়ে বাঁধা আছে জেনেও
সে বাঁধন কেটে গেলে মাটিতে
আছড়ে পড়বে জেনেও
আকাশে, বাতাসে, আলোতে
লুটোপুটি খেতে খেতে বলবে
এই তো
তবুও আমি আছি
জন্ম নেয় ভালোবাসা
কোনোদিন শুনেছ?