Skip to main content
abse

চুপচাপ শোন তোরা

ইস্কুলে রোজ যাই

 

বইখাতা পেন্সিল

ব্যাগে করে ঠাঁই ঠাঁই

 

তবু কিছু প্রশ্নের

পাই নাকো উত্তর

 

জানা যদি থাকে তবে

বলে ফেল তরতর

 

আক্রিম সকালেতে

কেন কেউ খায় না

 

পাকাকলা চটকিয়ে

দেওয়ালে মাখায় না

 

ম্যাগি নিয়ে বিছানায়

কেন কেউ খেলে না

 

স্নান করে ভিজে গায়ে

কেন কেউ নাচে না

 

বাবা অত খেলে কেন

আপিসেতে গিয়ে রোজ

 

এত যে খেলনা মায়ের

কে দিল রে খোঁজ খোঁজ

 

যা খুশী তা করতে

কেন কেউ দেয় না

 

রাতদিন বকাবকি

এত তো পোষায় না

 

তার চেয়ে শোন তোরা

কাউকে বলিস না

 

বাইক চালাতে জানি

সেটা কেউ জানে না

 

একদিন ভোরবেলা

কাউকে না জানিয়ে

 

বাইকেতে স্টার্ট দিয়ে

ঠিক যাব পালিয়ে

 

আক্রিম চকোলেট

লজেন্স কি চানাচুর

 

কাঁড়ি কাঁড়ি কিনে নেব

ব্যাগে ঠাসা ভরপুর

 

তারপর চাকদায়

গঙ্গার পাড়েতে

 

কাকবক গরুমোষ

ট্রেন প্লেন বলেতে

 

কি যে খেলা হবে যে রে

নেচে নেচে ধিনধিন

 

স্কুল, ব্যাগ, পড়াশোনা

ঘুনু দেবে রাতদিন

 

তোরাও আসতে পারিস

শর্ত একটাই

 

খেলা ছাড়া

আর কোনো কথাটথা হবে নাই

 

এই তবে কথা থাক

পাঁচকানে কাজ নাই

 

মেলা কাজ, আজ উঠি

ভালো থাকিস, টাটা বাই

 

(ইনি আলেখ্য বোস)

Category