Skip to main content

মেঘনীল

তুমি কখন এসে দাঁড়িয়েছিলে একা?
     সংসার যখন গভীর ঘুমে ঢাকা?

সবার অলক্ষ্যে ফিরে গেলে শুকতারার সাথে
  আমি যখন এলাম
তখন দেখি আকাশ, মেঘ, নদী
     তোমার উত্তরীয়র নীল রঙেতে মাখা

(Samiran দার অপূর্ব দেখা......)

 

বাউল

বাউল আমার পায়ে ঘুঙুর
  হাতের আঙুলে একতারা
বুকের মধ্যে অকাল মেঘে
  ঝমঝমিয়ে বৃষ্টিধারা

বাউল আমার চোখ নিয়ে নে
  বুকের দরজা হা-পাট খোল
পায়ের চলা দিক ভুলে যাক
  কানে তোমার সুরের রোল

বাউল আমার কান্না গেছে
  সংসার ছেড়ে তেপান্তরে
সুখের নেশাও হারিয়ে গেছে
  প্রেম সাগরের ডুব লহরে

ভোট অম্বল

স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত ভরপুর
নরমে গরমে গরজি উঠিছে জনতা কর্ণপুর
সকলের ভাল করিবার লাগি তাহাদের ব্যাকুলতা
"ছাড়িয়া দেগো মা কাঁদিয়া বাঁচি" উঠিছে মর্মব্যাথা
তবু ছাড়িবে না, করিবেই ভাল, মিলিয়া কিম্বা একা
কার মতদান কে করিয়া যায়, কার মুখে কার কথা!
ওগো ভোটনাথ, কর্ণ, মর্ম হয়েছে ভীষণ তপ্ত
ক্ষ্যামা দাও এবে, ঝরেছে তো কত রক্তও

এখনই না

     এখনই যাবে কি?
 বাতাসে না আছে ফুলের গন্ধ
         না বারুদের

বাদল বাউল

কোথায় ওরা?
এত শব্দহীন কেন?
উষ্ণ দীর্ঘশ্বাস জর্জরিত
            মাটির আঁচল
আকাশ আর মাটির মাঝে
        তীব্র বিরহের সন্তাপ
দীর্ঘ অপেক্ষা 'বাদল বাউল'-এর
   যার একতারায় বাজবে মিলনের সুর

যে কোনো মুহুর্তে

যে কোনো মুহুর্তে যা কিছু হয়ে যেতে পারে
                      যেতেই পারে
এক নিমেষেই এত নিবিড়ভাবে থাকা
                  না থাকা হয়ে যেতে পারে

সব দিয়ে শেষ ধরা দিলে

ফুল রাত্তিরের বুকে মাথা রেখে শুয়েছিল। বাতাস এসে বলল, গন্ধ? ফুল বলল, নিয়ে যাও।
ফুল রাত্তিরের মুখের দিকে তাকিয়ে বসেছিল। পতঙ্গ এসে বলল, মধু? ফুল বলল, নিয়ে যাও।

ফুলের নিঃস্ব বুকে রাত্তির চুমু খেল। বলল, সব দিলি কেন বোকা!

ফুল বলল, তোমার এই একটা চুমুর জন্য, আমার নিজেকে নিঃস্ব করা বুকে।

(ছবিঃ সুমন)

তবে নাও ফিরিয়ে

কেউ ফেরেনি
কেউ ছুটে যায়নি অবাধ্য হয়ে
          ধুলো থেকে গ্রহপুঞ্জ
  প্রতিটা ফুল স্ববৃন্তে - সার্থক

শুধু আমি রইলাম অবাধ্য হয়ে
        অসন্তোষে, অভিযোগে
যা কিছু ছুঁই, যেদিকে যাই
   সব কিছুই যেন- অকারণ অনর্থক

শুভ নববর্ষ

সব মেঘ কাটবে না      সব বাধা সরবে না
           তবু রে মন হাঁটতে হবে

সব আলো জ্বলবে না     সব আশা মিটবে না
           তবু রে মন হাঁটতে হবে

অনুরাগ

কাল বয়ে যাক
তুমি তাকাও, না তাকাও
  আমার রাঙা অনুরাগ
    তোমারই জন্য
         শুধু তোমার জন্য
  পৃথিবী প্রদক্ষিণ করে ক্লান্ত হতে পারে
      আমার উন্মুখ হৃদয় নয়


(চৈত্রাবসানে Samiran দার উপহার)

Subscribe to কবিতা