Skip to main content

পাথেয়

যা কিছু মিথ্যা 
ছুঁয়ে কি হবে?

ছাই

প্রথম - যদি তৃষ্ণা না মেটাতে পারো,

সবাই ভালো আছে

সবাই ভালো আছে

এই, এইমাত্র দেখে এলাম

           বাজারে গিয়েছিলাম


দেখলাম

   ভূষণ পাল, বয়েস ষাট

       বউয়ের ক্যান্সার

   এই তো দেখে এলাম

  ক্যারামের গুটিতে তাক করতে করতে

    খিলখিল করে হেসে উঠল

তবু তো

তবু তো আমার এক চিলতে আকাশে মেঘ আনলে

Subscribe to কবিতা