Skip to main content

যা বলিনি। যা ভাবিনি।

তাও জীবন।

যা শুনিনি। যা দেখিনি।

তাও।

যে দুঃখ, যে সুখ এখনও অনাগত

জীবন তাদের নিয়েও

যে আমি রাতদিন গণ্ডী কেটে জীবনকে বলে

এই এতটুকুতেই সব....

সে-ই শুধু একা

   বিচ্ছিন্ন

তাকে চেনে না

   এমনকি মরণ!

Category