sumanasya
13 December 2023
বড় অন্ধ অভিভাবকত্ব চারদিকে
স্তব্ধ ফেনিল শব্দে গড়া বাক্য
কয়েক পা এগিয়ে ক্লান্ত
অর্থশূন্যতার ভারে
একটা অস্বাস্থ্যকর সহনশীলতা শুধু
কুকুরের মত নিশ্চিন্তে ঘুমাচ্ছে
মাঝরাস্তায়
উদ্বিগ্ন আমি, তুমি
ওরা, আমরা
সবাই
আস্থা হারানো
সতর্ক বিশ্বাসে বাঁধা সেতু
পার হতে হচ্ছে অহর্নিশি
ভয়, ভয় আর ভয়