খুশকি ও ব্যর্থ প্রেম
খুশকি নিয়ে সমস্যার অন্ত নেই। এই শ্যাম্পু, সেই শ্যাম্পু... এই ডাক্তার, সেই ডাক্তার..এই টোটকা, সেই টোটকা। নায়ক নায়িকারা বিজ্ঞাপন দিয়ে দিয়ে ধনী হচ্ছেন, ভুক্তভোগীরা আশাহত হতে হতে হচ্ছেন হতাশ।
পরিণাম সেই এক - মাথা ভর্তি খুশকি।
পুরোনো ব্যর্থ প্রেম এই খুশকির মতই। যতই যাই করো, ফলাফল সেই এক - আচমকা, অতর্কিতে ফ্ল্যাশব্যাক!
নাও সামলাও এবার!
তোকে
কিছু কথা বলাই থাকে
বলা হয়নি ভেবে ভুল হয়
কারো হাত ছেড়ে যায় না
ছেড়ে গেছে বলে মনে হয়
যা দরকার ছিল
অনেকটা পথ হেঁচড়ে হেঁচড়ে চলার পর
সে বুঝল
আসলে তার দরকার ছিল
একটা চাবুক
আর একটা গোলাপ।
প্রতিচ্ছবি
যা দেখলাম, তা সহজ
যা হল অনুভব, তা সহজ
যা বললাম, তা সহজ।
শুনল না কেউ।
বোঝাতে গেলাম
হল কঠিন।
সবাই বলল, বাহ্।
কুহক
অনুতাপ তোমার দরজায় আনে
অহংকার দরজার সামনে এসেও
ফেলে গুলিয়ে
কুতর্ক পথের ধুলো উড়িয়ে করে অন্ধকার
দু'চোখ ভরা মোহাঞ্জনের
আশ্বাস
প্রতিটা গাছ
সারাটা রাত
স্থির আশ্বাস
দাঁড়িয়ে একা
হবেই ভোর
কাটবে ঘোর
তরুণ অরুণ
দেবে দেখা
শিক্ষা
অধ্যাপক মহাশয়
তাঁর সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের
যখন গাছটার বৈজ্ঞানিক গুরুত্ব বোঝাচ্ছিলেন
অশিক্ষিত মালীটা
দাঁড়িয়ে ছিল একটু তফাতে
ওনারা চলে গেলেই
গাছটায় জল দেবে বলে
কে?
জল পড়ল
টুপ
মন বলল
চুপ
জল বলল
কিসের ঢেউ?
মন বলল
এল কি কেউ?
একটু পরেই
হাতের কাজটা সামলে নিই
একটু পরেই আসছি
কতদিন ধরে শুনছি।
হাতের কাজটা সামলে নিই
একটু পরেই যাচ্ছি
কতদিন ধরে বলছি।
ফেরা
ঘরের আলো নিভিয়ে
দরজায় তালা লাগিয়ে
বড় রাস্তায় এসে দাঁড়ালাম
যেতে যেতে মন ইতঃস্তত
আলোটা জ্বেলে আসাই কি ছিল ভাল
ফেরার পর কেমন হবে -
যদি ঘর-বার দুই-ই থাকে অন্ধকার?