sumanasya
23 November 2024
তুমি জানো কিনা জানি না
তুমি নিষ্ঠুর হলে, রূঢ় হলে
কেউ বে-ঘর হয়
পায়ের তলার মাটি সরে গিয়ে হয় খাদ
তুমি জানো কিনা জানি না
অনেকদিন পর
অনেকবার মরে গিয়ে বেঁচে ওঠার পর
শুধু জানতে ইচ্ছা করে
"কেমন আছ?"
বাদবাকি সব অনর্থক তখন
তুমি জানতে নিশ্চয়ই এ সব
আমিই হয় তো আজ জানলাম
আবার নতুন করে
নিজের কাছে নিজেকে হারিয়ে
নিজের কাছে হেরে যাওয়ার পর