Skip to main content

সৌরভ ভট্টাচার্য

 

জন্ম ১৯৭৬। হাওড়ার সালকিয়ায়। বর্তমান নিবাস হালিশহরে। বিজ্ঞানের স্নাতক। পেশা শিক্ষকতা।

     সাহিত্য জীবন শুরু কবিতা দিয়ে। তারপর গল্প, প্রবন্ধের মধ্যে দিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষার সমন্বয় ঘটান, যার ফলস্বরূপ এই প্রথম প্রকাশিত হতে চলেছে তার অনুগল্পের সংকলন। 'উদ্বোধন' পত্রিকায় প্রকাশিত হয় প্রথম কবিতা। এছাড়াও তার লেখা বিভিন্ন পত্র-পত্রিকায়, লিটল ও ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।

     প্রিয় বিষয় দর্শন ও মনোবিজ্ঞান, এবং সেই বিষয়কে কেন্দ্র করেই তার পড়াশোনা এগিয়ে চলেছে সর্বস্তরে ও সর্ববিষয়ে। রবীন্দ্রনাথ তার প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি হলেও তলস্তয়, দস্তয়েভস্কির হাত ধরে কাম্যু, মার্কেজ পর্যন্ত করেছেন অবাধ বিচরণ। আর তাই জীবনে জীবন যোগ করার কাজ করে চলেছেন লেখনীর মাধ্যমে আর পাঠককে এক জীবনে অনেক জীবন যাপন করাচ্ছেন প্রতিটা শব্দের অভ্যন্তরস্থ অনুভূতির মধ্যে দিয়ে, সেতু বাঁধছেন লেখকে-পাঠকে।