PK দেখলাম। হতবুদ্ধি হলাম। একজন ভিনগ্রহবাসীর চোখে ভারতবর্ষের প্রচলিত ধারণাগুলিকে বোঝার চেষ্টা। ভেবেছিলাম সিনেমাটি গভীর তাৎপর্য ও চিন্তাপ্রসূত হবে। হল বিপরীত।
প্রথমত, প্রায় পাঁচ হাজার বছরের নানা পরিবর্তন, সংমিশ্রণ ও উত্থান পতনের মধ্য দিয়ে আসা একটা সমাজের ভুলগুলো ধরিয়ে দেওয়া একজন পাঁচ বছরের শিশুর পক্ষেও সম্ভব, বিবেকানন্দ বলতেন। নানান ধর্ম, নানান রীতিনীতির যে বৈচিত্র, যা পরষ্পরবিরোধী হলেও একই সাথে সময়ের হাত ধরে পাশাপাশি অবস্থান করছে, তার রহস্য না খুঁজে কয়েকটা বিক্ষিপ্ত অন্ধকার ইতিহাসের প্রেক্ষাপটে তাকে ব্যঙ্গ করা খুব প্রশংসনীয় কাজ বলে মনে হয় না।
দ্বিতীয়ত, সত্য সাঁই, মহেশ যোগী ইত্যাদি অবর্তমান বিতর্কিত ধর্মগুরুদের নকল করে চরিত্র সৃষ্টি না করে জীবিত ও বিতর্কিত চরিত্রের অবলম্বনটা আরো বেশি সাহসিকতার কাজ হত, যেটা 'Oh My GOD' করতে সক্ষম হয়েছিল।
তৃতীয়ত, বহুরূপী প্রথা ভারতীয় সংষ্কৃতির বহু প্রাচীন একটা শিল্প। এই শিল্পকে আশ্রয় করে মহাদেবের যে দৃশ্যটি শৌচাগারে দেখানো হয়েছে তা আমার কাছে অত্যন্ত নিম্নরুচির, নিন্দনীয় এবং মহাদেবের প্রতি শ্রদ্ধাশীল বহু মানুষের আবেগের অবমাননা বলে মনে হয়েছে।
সবশেষে বলি ধর্মের নামে বুজরুকি, শিক্ষার নামে প্রহসন, চিকিৎসার নামে লুণ্ঠন, শাসনের নামে শোষণ চিরকাল হয়ে এসেছে। তার বিরুদ্ধে দাঁড়ানো সাহসের কাজ। কর্তব্যও বটে। কিন্তু সে কাজটা করতে গেলে সে দেশের ইতিহাস, প্রথা রীতিনীতিকে সে দেশের বিচারেই বুঝতে হয়। বিদেশী ঐতিহাসিকেরা যখন ভারতের ইতিহাস বুঝতে না পেরে তাকে ব্যঙ্গ ও অবজ্ঞা করতেন, রবীন্দ্রনাথ বলেছিলেন, ঝড়ের দিনেও ঝড়টাই প্রধান না, প্রধান সে ঝড়ের মধ্যে বসবাসকারী মানুষের কথা, কিন্তু বিদেশী পথিকের চোখে ধুলিঝড়টাই প্রধান, কারণ সে বাইরের লোক।
অবশেষে বলি, আইনস্টাইন বলতেন, সবকিছুকেই সহজ করা উচিৎ, তবে অতিসহজ নয়। পুরো সিনেমাটি সবকিছুর একটি অতিসরলীকরনের চেষ্টা এবং সবশেষে বলিউডের চিরাচরিত প্রেমিক প্রেমিকার মিলন মাধুর্যে অশ্রুজলে সমাপন এবং হলিউডের ন্যায় আগাম পর্বের ইঙ্গিতের নকল। হিন্দুধর্মের উদারতা অন্যান্য ধর্মের উদারতার চেয়ে কিঞ্চিৎ বেশী। তাই, কয়েকদিন আগে দক্ষিণেশ্বর কালীমন্দির প্রাঙ্গনে যীশুখ্রীষ্টের জন্মোৎসব পালনে যখন আমান আলি বঙ্গেশ সরোদ বাজাচ্ছিলেন এবং যা বহু পত্রিকায় ছাপাও হয়ছিল, ভারতবর্ষের সেই দিকটাকে আরোও বেশি কতে তুলে ধরা, সে উদার প্রাণশক্তির উৎস খোঁজা আরোও বেশি প্রাসঙ্গিক নয় কি? না কি তাতে বক্স অফিস হিট হয়না?
সৌরভ ভট্টাচার্য
5 January 2015