Skip to main content

 

বহুবার বহু তর্কে জিতেছি

বহুবার সত্যকে চারাগাছের মত

   আমার মতের টবে এনে বসিয়েছি

     জল, সার দিয়ে অপেক্ষা করেছি

             মনের মত ফুল ফোটার

 

   কিচ্ছু হয়নি

 

 আত্মপ্রতারণায় জিতে গেলে

         নিজেরই হার হয় মর্মান্তিক

  এ কথাটা ভুলতে

     নিজের বানানো ঈশ্বরকে বলেছি

                 তুমি মহান,

        তুমিই একমেবাদ্বিতীয়ম

 

কোনো মিথ্যাই আলো জ্বালেনি কোনোদিন

কারণ কোনো মিথ্যাই আঘাত সহ্য করতে পারে না

 

   সব ভেঙেছে এক সময়

        আমাকে চুরমার করে

 

      তারপর সব শান্ত হয়েছে যখন

               নিঃশব্দ চারিধার

 

   তখন... আমাকে ঘিরে

       আমাকে নিঃশেষ করে যে

       তাকে আমার ভাষা ধরতে পারেনি

 

     শব্দহীন আমি

             নিঃস্ব তখন

                  সঙ্গীহীন স্বজনের আঙিনায়

                             নির্ভয়ে

Category