Skip to main content

ওপার

নিয়ে যাওয়া যায় না
ফিরে আসা যায় না

রেখে যাওয়া যায়
ফেলে যাওয়া যায়

এখানে ওখানে
উচ্ছিষ্ট খুঁজে ফেরে স্মৃতিরা

সরে দাঁড়াও

সরে এলাম

তুমিও একটু সরে দাঁড়াও

মাঝখান থেকে অভিমানগুলো বয়ে যাক
   ক্ষেতে জমে থাকা বর্ষার জলের মত
       মিশুক নদীতে

তুমি একটু সরে দাঁড়াও

শুভ নববর্ষ

দাবী একটাই
ইচ্ছা একটাই
বাসনা একটাই
লোভ একটাই
স্বপ্ন একটাই

সবাই মিলে

কাছাকাছি থাকি
পাশাপাশি থাকি
ঘেঁষাঘেঁষি থাকি
এমনি ভাবেই

শুভ নববর্ষ

৩০ শে ডিসেম্বর

৩০শে ডিসেম্বর, মায়ের জন্মদিন
মায়ের সাথে শেষ জন্মদিনটা কেটেছিল ICU তে, পাঁচ বছর আগে।
মায়ের বেডের পাশে ...

কান্না

আলোচ্য বিষয় ছিল হয় তো বা কিছু
   সে সব কথা আজ না হয় থাক, অন্যদিন হবে।

কে দেবে উত্তর?

যতবার সমুদ্রের জল হাতে নিয়েছি
     ততবার দেখেছি জলের রঙ নীল নয়!
                             সাদা

পাশ কাটানো

মাঝে মাঝে পাশ কাটানোও ভালো
    পাশ কাটানোর রাস্তাতেও পেয়েছি অনেক কিছু -
   জঙ্গল, নদী, কি অপূর্ব ফুল, ময়ূরের পেখম তোলা নাচ...আরো কত কি

যেন

বিজ্ঞান ততটা মর্মভেদী যেন কোনোদিন না হয়
রক্ত হৃৎপিণ্ড পরীক্ষা করতে তোমার লুকানো নাম খুঁজে পায়!

থামো!

চারিদিকে খোঁড়াখুঁড়ির কাজ চলছে
    যান্ত্রিক আওয়াজে অভ্যস্ত গাছেরাও এখন
ভিত খোঁড়ার কাজ চলছে সবদিকে
...

৩৬০ ডিগ্রী

লোকটা অনেকদিন এই অফিসে আছে
     ওই বাঁদিক থেকে তিনটে চেয়ার ছেড়ে নীল রঙের চেয়ারটায় বসে
Subscribe to কবিতা