সৌরভ ভট্টাচার্য
 29 December 2016              
    
  আলোচ্য বিষয় ছিল হয় তো বা কিছু
   সে সব কথা আজ না হয় থাক, অন্যদিন হবে।
বলো তো, কিছু কথা এখনো আছে না? যা বলার মত না-
        তবু বলার মত?
কিছু কান্না আছে জানো, কাঁদার মত না
      তাই এক কান্নার পিছনে ওরা সারি দিয়ে থাকে লুকিয়ে
এক কান্নায় কত কান্না বেরোয়
     কে হিসাব রাখে বলো?
আমিও কি জানি!
 শুধু দেখি পলি জমা পাড় ভাঙছে একটা একটা করে
     এমন পাড়ও ভাঙে যাকে মনে হয়েছিল
                      জগদ্দল