Skip to main content

সুখ, না ঘুম?

খবরের কাগজ। চায়ের কাপ। ফেসবুক। ইনস্টাগ্রাম। ওয়েবসিরিজ। রঙিন কম্বল। উষ্ণ শরীর। তৃষিত হৃদয়। ক্লান্ত দেহ। বিষণ্ণ মন। যুক্তিজাল। ক্ষুব্ধ অপেক্ষা। হিংস্র শ্বাস। ঘড়ির আওয়াজ। ঘুমের ওষুধ। অন্ধকার। পালক পতন। আয় রে সুখ। আয় রে ঘুম।
...

সে কে?

সে বলল, অবশেষে সব অর্থহীন, নৈরাশ্যবাদী আমি।

বললাম, যে সমস্তকে নিরাশাময় করে তুলল কি এক আশায়, সে কে? সমস্তকে অর্থহীনতার অর্থে যে জানল, সেই বা কে?
সে বলল, তবু আমি শূন্যবাদী।
...

সুচটা খোঁজো

উনি আমায় খড়ের গাদা দেখিয়ে বললেন, যাও এবার সুচ খোঁজো।

আমি বললাম, ভুল বুঝলেন, আমি বলেছিলাম সুখ।
উনি হাসলেন। বললেন, তুমি সুচ শুনলে বুঝি!
একি ঠাট্টা রে বাবা! কিছু বলতে যাচ্ছিলাম....উনি থামিয়ে বললেন
...

ম্যাজিকটা আর নেই

ম্যাজিকটা আর নেই

বাকি সবই আছে
যা যা
যেমন যেমন
হওয়ার, চলার, ঘটার
...

রাস

তুমি এসে দাঁড়ালে

নাই দাঁড়াতে পারতে
তবু এসে দাঁড়ালে

তুমি ডাক পাঠালে
নাই ডাকতে পারতে
...

শব্দ হারিয়ে শূন্য

একটা নিশ্চুপ গাছের কাছে চুপ করে বসে থেকেছ?
আমি থেকেছি। আরাম লেগেছে।

একটা নিঃশব্দ পাহাড়ের কাছে চুপ করে বসে থেকেছ?
আমি থেকেছি। বিস্ময় লেগেছে।
...

তাই

তুমিও দরদী সাজলে?

যে তুমি
ভিখারি আর বাউলের পার্থক্য বোঝো না?

এমনও হয়

নিজের রচিত শব্দের অভিনয়ে
...

তুমি এলেই

তুমি এলেই রাণী আবার অভিমান ভুলে রাজার পাশে রাজসিংহাসনে বসে।
তুমি এলেই গ্রামে থাকা দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঝোলা ভর্তি ভিক্ষা মেলে।
তুমি এলেই সব রাক্ষসীর প্রাণভোমরারা ঘুমিয়ে পড়ে।
তুমি এলেই সব রাজপুত্ররা যুদ্ধ জিতে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাড়ি ফেরে।
...

এমনও তো নয়

আমি তাকাব না

তোমার চোখের দিকে
সরাসরি

এমন কোনো কথা বলব না
যা দরকারি
কিম্বা অদরকারি
...

ভুল চাওয়া

চাইলে শান্তি
অথচ শান্ত থাকতে শিখলে না
চাইলে প্রেম
অথচ ভালোবাসাকে শর্তমুক্তি করলে না
চাইলে জীবন
...
Subscribe to কবিতা