Skip to main content

 

thakte hoy.jpg

 

থাকতে যখন হয়

তখন উঠানে আসা রোদ

ভোরের পাখির ডাক

ছাদ ভেঙে আসা বৃষ্টি

পর্দা ওড়া ছন্দে নাচা রোদ

ফুলদানিতে ঘর সাজানো তাক

 

সবই অনাসৃষ্টি,

সব কালো, সবই তো একঘেয়ে 

রেখেছে যেন ঘিরে

ভীষণ কারাগারে

 

যেতে যখন হয়

হোক না দুদিনের জন্যেই কোথাও

তখন চায়ের দাগ লাগা কাপ

বাথরুমের হাতল ভাঙা মগ

উঠানের চল্টা ওঠা ইট বেরোনো ঘাস

ঠাকুরঘরের চন্দনবাটা গন্ধ

ঝুলকালি লাগা ভাঁড়ার ঘরের বাস

 

সবই যেন দুর্মূল্য

  ছেড়ে যেতে হবে?

       থাক না... নাই বা না হয় গেলাম....

           এই তো, এই তো যেন দুদিন হল এলাম

 

[30 July 2024]

Category