sumanasya
30 July 2024
থাকতে যখন হয়
তখন উঠানে আসা রোদ
ভোরের পাখির ডাক
ছাদ ভেঙে আসা বৃষ্টি
পর্দা ওড়া ছন্দে নাচা রোদ
ফুলদানিতে ঘর সাজানো তাক
সবই অনাসৃষ্টি,
সব কালো, সবই তো একঘেয়ে
রেখেছে যেন ঘিরে
ভীষণ কারাগারে
যেতে যখন হয়
হোক না দুদিনের জন্যেই কোথাও
তখন চায়ের দাগ লাগা কাপ
বাথরুমের হাতল ভাঙা মগ
উঠানের চল্টা ওঠা ইট বেরোনো ঘাস
ঠাকুরঘরের চন্দনবাটা গন্ধ
ঝুলকালি লাগা ভাঁড়ার ঘরের বাস
সবই যেন দুর্মূল্য
ছেড়ে যেতে হবে?
থাক না... নাই বা না হয় গেলাম....
এই তো, এই তো যেন দুদিন হল এলাম
[30 July 2024]