Skip to main content

        কথায় বলে বজ্র আঁটুনির ফস্কা গেরো। আজ সকালে অনেকের ফেসবুক প্রোফাইলে দেখলাম লেখা আছে Profile is Locked. ভালো কথা। অর্থাৎ আমার প্রাইভেসি মান্যতা পাচ্ছে, সুরক্ষিত থাকছে। কিন্তু একি সেই 'ওরকম মনে হয়' গোত্রের কিছু হয়ে যাচ্ছে না? 

        আজকের The Telegraph এর খবর, ফেসবুক চারটে চাইনিজ কোম্পানির সাথে ডেটা শেয়ার করছে। বেশ কিছু ফোন কোম্পানি আপনার আমার মেসেজ, ধর্মীয় ও রাজনৈতিক মতামত, আপনার পছন্দ অপছন্দ সব কিছুর উপর নজরদারি রাখছে। আপনার আমার প্রতিটা 'লাইক' information pool কে সমৃদ্ধ করছে। ব্যবসার বাড়-বাড়ন্ত হতে যা সাহায্য করছে। 
        ফেসবুক অ্যাপ্স ফোনগুলোর সাথে সেরকম চুক্তিতেই এসেছে। ওই অ্যাপ ডেডিকেটেডলি এমন ভাবে তৈরি যা আপনার তথ্যভাণ্ডারে, মানে আপনার কন্টাক্টস, মেসেজ ইত্যাদি আরো কোথায় কোথায় হানা দেওয়ার ক্ষমতা রাখে তা এখনও আমাদের মত সাধারণ মানুষদের কাছে স্পষ্ট নয়। আমি ফেসবুক অ্যাপ্স ব্যবহার করি না, ব্রাউজারে করি, কিন্তু তাও খেয়াল করবেন আপনি মেসেঞ্জার ছাড়া মেসেজ করতে বা পড়তে পারবেন না, যেটা আগে পারা যেত। তার পিছনে কি কারণ কে জানে? 
        আসলে আধুনিক সময়ের সব চাইতে বড় দায় মিডিয়ার। কিন্তু অর্থশক্তি আর রাজশক্তির সামনে তার সততাও যে কতটা কম্প্রোমাইজড সেই বা কে বলবে?