সৌরভ ভট্টাচার্য
10 September 2015
একটা ভুল মানুষকে ভালোবাসার অনেক জ্বালা। সব চেয়ে বড় জ্বালা হল, ভুলটা ভাঙলেও ভালোবাসাটা ভাঙে না। কিন্তু সেই ভালোবাসাকে শ্রদ্ধা করার মত শক্তিও আর থাকে না। কি সংকট। না যায় ভোলা, না যায় মানা। এ যে নিজের ভালোবাসা নিয়ে নিজেই নাজেহাল। না পারা যায় ভাসাতে, না পারা যায় ঘরে নিয়ে গিয়ে কুলুঙ্গীতে তুলে রাখতে।
উপায়? সময়ের হাতে রাশ দিয়ে, আপাতত এই মুহুর্তেই মন দেওয়া। না ভাবো ভবিষ্যৎ, না ভাবো অতীত। কারণ এই দুটোকেই মানুষ হয় স্বপ্নে, না হয় দুঃস্বপ্নে ভাবে। সুখের কোনো স্বপ্নই যখন আজ নেই, আর দুঃস্বপ্ন? সে যে ঘোর বাস্তব আজ।
অতএব, "ছিন্ন শিকল পায়ে নিয়ে/ যারে পাখি যা উড়ে, যা উড়ে যারে একাকী.."