সৌরভ ভট্টাচার্য
 28 September 2015              
    
  
বারবার উঠে দাঁড়াতেই তো চাইছি
মাটিতে পড়ে মাটিকেই ভর করে
অন্ধকারে পা ফেলছি, 
        আজ না, প্রতিদিন
এক পা, দু পা করে এগিয়ে এসেছি
তবু আজও ভয়
পরের পাটা পড়বে কোথায়?
আকাশের নীলে তারা, সূর্য্য
              দুই-ই দেখেছি
কালো মেঘেও তো ঢেকেছে
   দিনের পর দিন
        মাসের পর মাস
              বছরের পর বছর
তবু, বারবার ঘোলা জলের সামনে 
          ঝুঁকে বসে থেকেছি
কখনো না, কখনো নিজের মুখ তো দেখব
    কাদা থিতানো স্বচ্ছ জলে