Skip to main content

যা বলে গেলে

শুনে গেলাম

 

যা বললে না

তাও বুঝলাম

 

সব ঠিক ছিল না

মিথ্যা ছিল অনেক

অকৃতজ্ঞতাও

 

সে সব নিয়ে তর্ক চলতে পারত

 

কিন্তু আমার যাওয়ার ছিল

 

তোমার সত্য

তোমার মিথ্যা

তোমার ছলনা

 

এ সব ছাড়িয়েও

অনেকটা রাস্তা যাওয়ার আছে আমার

 

এগোতে গেলে

নিজের ছায়াই নিজেকে মাড়িয়ে যেতে হয়

তুমি তো অন্তত অত কাছের নও

Category