Skip to main content

 

ভাষা সংকেত নয়। সংকেতের প্রতিলিপি। তাকিয়ে আছি, তাকিয়ে আছি। মৃত্যু অনপেক্ষ। যদি জানতে পারি। যদি বুঝতে পারি।

এক রাত্তিরের আয়ুষ্কাল পাওয়া প্রদীপ, অসীম রাত্তিরের অন্ধকারের দিকে তাকিয়ে জানতে চায়, কে তুমি?

স্পর্ধা!