sumanasya 7 December 2024 ঘরের ভিতরকে শূন্য রেখেছিল দেওয়াল না তো সে নিজে এসে পূর্ণ করেছিল না তো সে সরে গিয়েছিল বাইরের সঙ্গে একাকার করে সব সে দাঁড়িয়ে থাকল অনড় শূন্যতাকে বন্দী করে ভালোবাসায় যে শূন্যতা অমরত্ব চায়নি কোনোদিন এমনকি ভালোবাসাতেও Category কবিতা Log in or register to post comments1 view