Skip to main content

 

ঘরের ভিতরকে শূন্য রেখেছিল দেওয়াল

না তো সে নিজে এসে পূর্ণ করেছিল

না তো সে সরে গিয়েছিল

  বাইরের সঙ্গে একাকার করে সব

সে দাঁড়িয়ে থাকল অনড়

    শূন্যতাকে বন্দী করে

          ভালোবাসায়

যে শূন্যতা অমরত্ব চায়নি কোনোদিন

      এমনকি ভালোবাসাতেও

Category