Skip to main content

 

 

 

 

রাধা বলল, হ্যাঁ গো, এ যে পুজো সম্পূর্ণ না করেই গেল চলে!

গোবিন্দ বলল, ওই যে দেখো, একটা পাখির শাবক পড়েছে মাটিতে। নীড় ছেড়ে। বেড়ালে খাবে যে ওকে। তাই সে দৌড়ালো পুজো ছেড়ে।

      রাধা বলল, তুমি সে পাখিকে পড়তে দিলে কেন?

গোবিন্দ বলল, নইলে সে বুঝত কিভাবে, আসল পুজোর ডাক পড়ে যে কোথায়? কোশাকুশির ঠুনঠুনিতে সে পড়ত মোহে, আমি উঠতাম হাঁপিয়ে। বাঁশিকে ভাবত নকল। সুরকে ভাবত অলীক। এখন দেখো, ওই যে রেখেছে শাবককে সে নীড়ে, আছে প্রসন্ন চোখে চেয়ে। ভুলেই গেছে যে কোশাকুশি গেছে ফেলে। আমায় বাইরে না ভুললে, ভেতরে সে পেত কি করে?

 

(গুপ্তিপাড়ার বিগ্রহ। আজ ছবিটা পাঠালো Joydeep Ghosh)