sumanasya
25 October 2022
গোধূলির আলোতে
ধুলোকেও মনে হয় সোনার কণা
নদীর সাদামাটা জল যেন
গলানো সোনা
মধ্য গগনে না
দিগন্ত ছোঁয়া
নম্র কোমল আলোয়
সামনে এসে দাঁড়াও যখন
আমিও দাঁড়াই
স্বর্ণাভ হই
অহেতুক করুণায়
তখন
মধ্য গগনে মাথা উঁচু করে না,
মাটি ছোঁয়া
আনত দৃষ্টিতে
আসন্ন সন্ধ্যাকে স্বীকার করে,
চিত্ত গভীরে
শান্ত হাতে করো
আস্থা ঘট স্থাপন
যা হবে পাথেয় আমার
অসীম অজানা আকাশের নীচে
নির্ভীক প্রসন্ন নিশিযাপন