sumanasya
27 March 2025
কাউকেই মনে হয়নি
পরম আপন
কয়েক প্রহর পেরিয়ে গেলে
সেও তো ভিন্ন লোক
কোনো সুখ-দুঃখকেই মনে হয়নি
দম আছে গোটা রাস্তাটা সঙ্গে হাঁটার
দেখেছি তো
ফিকে হয়ে গেছে
কয়েকটা রোদজল পেরিয়েই
কোনো বিশ্বাসকেই মনে হয়নি অভ্রান্ত
কোনো সত্যকে অথবা মিথ্যাকেও না
তবু কিছু একটা তাকিয়ে থাকে
খুব ভেতরে
সুখ-দুঃখ, বিশ্বাস-সংশয়, আশা-নিরাশা
কেউ-ই সে না
তবু গায়ের সঙ্গে গা লাগিয়ে ওই তো সে
হয় তো পরম ছলনা সে
কিম্বা গভীর সত্য
যাকে ঘিরে কোনো মিথ্যা জন্মায়নি বলে
সে জন্মায়নি এখনও
হয় তো কোনোদিন জন্মাবে না
আছে আর নেই - এর মধ্যে
কোনো অনির্বচনীয় বিন্দুতে সে আসীন
ধ্বনির পরে জাগা
অনুরণনের মত