Skip to main content
যে তোকে দেয় কাঁটার জ্বালা

যে তোকে দেয় কাঁটার জ্বালা
তাকে ফিরে দিস ফুল
তোর কাছে সে যদিও ফুল রে
তার কাছে তা ত্রিশূল