Skip to main content

 

একটা ভয়ংকর যুদ্ধের বর্ণনা

সে লাইব্রেরিতে বসে পড়ছিল

 

পড়তে পড়তে

   হঠাৎ একটা কাশির দমক এলো

প্রাণপণে চেয়েও আটকাতে পারল না

 

কেশে ফেলল

লাইব্রেরির পবিত্র নিস্তব্ধতা ভেঙে

 

বিরক্ত চোখে তাকালো

এ ও সে

  তার দিকে

 

সে কুণ্ঠিত হল

পরক্ষণেই সব কিছু থেকে নিজেকে সরিয়ে

  আবার বইয়ের পাতায় ডুবে গেল

 

একটা বীভৎস যুদ্ধের বর্ণনায়

        অক্ষরে অক্ষরে

               কল্পনায় কল্পনায়

   সে নিস্তব্ধ লাইব্রেরির মধ্যে

                 হারিয়ে গেল

Category