সৌরভ ভট্টাচার্য
30 March 2018
বিপন্নতার প্রতিকার চেয়ো না
সব বিপন্নতার প্রতিকার হয়না
ঝরা পাতার শুশ্রূষা করতে পারে
প্রকৃতিতে এমন চিকিৎসক নেই
সব বিপন্নতার প্রতিকার হয়না
ঝরা পাতার শুশ্রূষা করতে পারে
প্রকৃতিতে এমন চিকিৎসক নেই
আকাশ কি নীল হতে চেয়েছিল?
ঘাস সবুজ?
বাতাস অদৃশ্য হতে কিম্বা কখনো শীতল কখনো উষ্ণ হতে চেয়েছিল?
জল কি কোনদিন ভেবেছিল
তাকে ঝরনা হয়ে নদী হতে হবে
সমুদ্রের বুকে মিশতেই হবে
ঘাস সবুজ?
বাতাস অদৃশ্য হতে কিম্বা কখনো শীতল কখনো উষ্ণ হতে চেয়েছিল?
জল কি কোনদিন ভেবেছিল
তাকে ঝরনা হয়ে নদী হতে হবে
সমুদ্রের বুকে মিশতেই হবে
তবু এরা প্রশ্ন করে না
এরা কেউ প্রশ্ন করেনা
আমিও করি না
কালের ঢেউয়ের আঘাতে আঘাতে
কখনো কোথাও দাঁড়াই
কখনো দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারি না
তবু প্রশ্ন করি না
পাথর কি চেয়েছিল
সে স্থির অবিচল শীত-গ্রীষ্ম-বর্ষা বুকে করে দাঁড়াবে?
তবু তো দাঁড়িয়েছিল
দাঁড়িয়ে আছে পাহাড় হয়ে
এরা কেউ প্রশ্ন করেনা
আমিও করি না
কালের ঢেউয়ের আঘাতে আঘাতে
কখনো কোথাও দাঁড়াই
কখনো দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারি না
তবু প্রশ্ন করি না
পাথর কি চেয়েছিল
সে স্থির অবিচল শীত-গ্রীষ্ম-বর্ষা বুকে করে দাঁড়াবে?
তবু তো দাঁড়িয়েছিল
দাঁড়িয়ে আছে পাহাড় হয়ে
সব বিপন্নতার শুশ্রুষা হয়না
অস্তিত্ব বিপন্নতাহীনও হয় না
অস্তিত্ব বিপন্নতাহীনও হয় না