Skip to main content

একাকীত্বের ভার


মাঝে মাঝে ঈশ্বরের মত সব কিছু জেনে যেতে ইচ্ছা করে
পরক্ষণেই মনে হয়, থাক। 
এতবড় একাকীত্বের ভার কে নেবে?

এমনভাবে হাত দুটো বাড়াও

এমনভাবে হাত দুটো বাড়াও
যাতে আকাশকে সঙ্কুচিত হতে না হয় 

এমনভাবে দুটো চোখ মেলো
যাতে হৃদয়ের এককণাও শূন্য না রয় 

( Debasish এর ছবিটা মন কাড়লো)

কবিতা ফুল


গদ্য ফসল। কবিতা ফুল। 
গদ্য হাটের। কবিতা রসিকের।
গদ্য প্রতিবিম্ব। কবিতা প্রতিফলন।
গদ্য পরতন্ত্র। কবিতা স্বতন্ত্র।

পরের সিঁড়িটা না থাকলেই হয়ত ভালো হত


পরের সিঁড়িটা না থাকলেই হয়ত ভালো হত
পরের সিঁড়িটা না থাকলে কি ভালো হত? 
কোন সিঁড়িতে বিশ্রাম নেওয়া যায়
    আগের সিঁড়িতে না পরের সিঁড়ি?

এক ছটাক ভালোবাসা পেয়েছ বলে

এক ছটাক ভালোবাসা পেয়েছ বলে
  রোদ্দুরের সাথে আড়ি কোরো না
        শ্যাওলা ধরা পথে
           ভালোবাসাও আত্মঘাতী হয়

ফিরে এসো

এটা বর্ষার মেঘ নয়
                  জানি

তবু ছায়া তো আছে বলো
        শীতল ছায়া
...

আকাঙ্ক্ষা

আমার আনত আকাঙ্ক্ষা
তোমার স্পর্শ-মাধুরীর মাধুকরী চেয়ে ফেরে

সে ভূমি লুণ্ঠিত স্নেহ
শুকতারার বন্দনাগানে শিশিরমথিত যে রে

(Samiranদার অনুপম দৃষ্টিকোণ, প্রণাম জানবেন দাদা।)

তোমার ঠিকানা আছে

তোমার ঠিকানা আছে, বিশ্বাস করি না
অকারণ যন্ত্রণারা ভাষার সান্ত্বনা পায় না
অন্যমনস্কতাই জীবন
শুধু তোমার চোখেই জীবন সরাসরি তাকায় না

Subscribe to বিন্দু