Skip to main content
এক ছটাক ভালোবাসা পেয়েছ বলে
  রোদ্দুরের সাথে আড়ি কোরো না
        শ্যাওলা ধরা পথে
           ভালোবাসাও আত্মঘাতী হয়