অনুবাদ
কেমন আছো গালিব
গালিব হেসে বলেন,
...
কি করা উচিৎ
"তোমার কি করা উচিৎ
জানতে চাও হৃদয়ের কাছে,
মস্তিষ্ক উপায় বার করে নেবে"
- গুলজার
এই জন্য
আমি এই জন্য তোমার কাছে আসি না,
যে তুমি ভীষণ ভালো বলে
আমি এই জন্য তোমায় ভালোবাসি না,
যে তুমি আমায় ভীষণ ভালোবাসো বলে
আমি এই জন্যে তোমার কাছে আসি,
কারণ তোমার কাছে এলে,
আমার নিজের ভালো হতে ইচ্ছা করে
পাওয়া না-পাওয়া
জীবনে পাওয়া তো যায় অনেক কিছুই,
তবে হিসাবে রেখে যায় শুধু না-পাওয়াগুলোই
~ গুলজার
কেমন আছি
কে বলল আমি মিথ্যা বলতে পারি না
কেমন আছি, একবার জানতে চেয়ে তো দেখো!
~ গুলজার
দস্তয়েভস্কির 'ব্রাদার্স কারামাজোভ'
দস্তয়েভস্কির 'ব্রাদার্স কারামাজোভ' আমার জীবন দর্শনকে দুটো টুকরো করে আছে। এক, প্রাক কারামাজোভ, দুই উত্তর কারামাজোভ। এর বইটা পড়ার পর থেকে সব বই-ই কেমন - "এও বাহ্য আগে কহো" হয়ে গেছে।
একাকীত্ব
এবার কি কেউ এল? কেউ আসেনি, হে আমার সন্তপ্ত হৃদয়
হয়ত কোন পথিক ছিল, চলে যাবে অন্য কোথাও, তার নিজের পথে।
রাত ফুরিয়ে এলো, তারাদের আলোর মায়া হয়ে এলো ম্লান
প্রদীপের স্বপ্ন-শিখা কাঁপছে থরথর দুরন্ত হাওয়ায়
আমার কাছে থাকো
রাত্রির গভীর অন্ধকারের বিষাদে আমার কাছে থাকো
ওগো আমার ঘাতক, ওগো আমার বঁধু
আমার কাছে থাকো
~ ফৈয়জ আহমেদ ফৈয়জ
স্মৃতি
গভীর রাত। তোমার বিস্মৃতপ্রায় স্মৃতিরা বুকে এসে ভিড় করল। কোনো কারণ ছিল না, এমনিই।
যেন শুকিয়ে যাওয়া বাগানে গোপনে এল বসন্ত
যেন ভোরের শীতল বাতাস মরুভূমির বুকের উপর দিয়ে গেল বয়ে
যেন দীর্ঘ অসুস্থতার পর, একটু স্বস্তি পেলো কেউ, অকারণে, এমনিই।
ফিলোলজী
কত হাজার বছরের পুরোনো কথাটা, তবু কতটা জরুরী...