সৌরভ ভট্টাচার্য
26 May 2015
সন্ধ্যাকাশের দিকে তাকালাম
সব তারা যে যার জায়গায় ফুটে
মাটিতে চোখ নামালাম,
গাছগুলো যে যার জায়গায় দাঁড়িয়ে
পাতাগুলো সাজানো ডালে ডালে
পাখিগুলো নীড়ে ঘুমন্ত,
পোকারা গর্তে।
যে যার স্থানে
নিজের মত, নিশ্চিত।
আমার স্থান কোথায়?
কোন ঘরে, কার কাছে?
ঘাসের নীচে যে ছায়া
আমার ঘর যদি হয় সেখানে?
না আরো দূরে কোথাও-
হয় তো তাও না,
মহাশূন্যে আমিও শূন্য মাত্র।