সৌরভ ভট্টাচার্য
 16 January 2022              
    
  যদি দৈন্যই সত্যি হত অবশেষে
তবে দিগন্তলীন সমুদ্রের সামনে
  কি ভোরের সূর্যের মুখোমুখি
                  দাঁড়াই কি করে?
যদি বিষাদই হত সত্যি অবশেষে
তবে শ্মশানকে পিছনে রেখে
  কি ভাঙা ভালোবাসাকে মাড়িয়ে
      এগিয়ে যাই কি নিয়ে?
যদি সব কিছু শূন্যই হত অবশেষে
তবে সূর্যাস্তের পর
  কি সহায়-সম্বলহীন অন্ধকারে
    বুক আগলানো কোন আলোর জোরে বলি -
     "এই তো আমি,
আছি আছি আছি"