সৌরভ ভট্টাচার্য
2 April 2021

আমি যখন ভ্যাক্সিন নিচ্ছি তখন জানলার বাইরে বসন্ত ফাইল হ্যাণ্ডওভার করছে গ্রীষ্মের কাছে। এরই মধ্যে করোনার দ্বিতীয় পর্বের দামামা বেজে গেছে। রবীন্দ্রনাথ গ্রীষ্মকে মৌনতাপস বলেছেন, মানে বৈশাখকে। আমাদেরও তপস্যার সময় এসেছে। গতকালই একটা তিরিশ বছরের ছেলে হাস্পাতালে বেড না পেয়ে মুম্বাইতে মারা গেছে, অবশেষে কয়েক ঘন্টার জন্য পেয়েছিল যদিও। আমাদের আরো সাবধান হতে হবে। এই যুদ্ধে যার যতটুকু ভূমিকা পালন করুন এই অনুরোধ। তবেই যদি একসঙ্গে এই ঝড় কাটিয়ে ওঠা যায়।
বিজ্ঞানের যে সাধনায় এতটা রাস্তা এগিয়ে আসা গেছে আর যারা এই মহাযজ্ঞের পৌরহিত্য করে চলেছেন ছুটিহীন থেকে প্রায়, তাদের সক্কলকে আমার কৃতজ্ঞতা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
[ছবি তুলেছে: Debasish Bose]