Skip to main content

ভাবছি দেশে আর না জানি কি বিটকেল সব আইন আছে। এ অনেকটা মহালয়ার আগে ঘর ঝাড়ার মত হচ্ছে। তা বেশ, আচ্ছা ইয়ে করে হাতমাটি না করা নিয়েও কি আইন বানিয়েছিল ওই লালমুখো গুলোন? কিম্বা তরকারিতে নুন কম হলে? কিম্বা যীশুর নামে রোববার করে নৈবেদ্যে না দিলে ইত্যাদি ইত্যাদি...
তা তোরাই বা অ্যাদ্দিন এত দেশ-বিদেশ ঘুরে, এত জেনেশুনে কি কচ্চিলি বাপ আমার! নাকে তেল দিয়ে ঘুমুচ্চিলি? এই এতগুলো ধাক্কা এমন বাচ্চাগুলো নিতি পারে? তায় আবার সদ্য সদ্য মনুতীর্থে যাবে বলে বাক্সপ্যাঁটরা বেঁধে বসেচি আমরা, রিজার্ভেশানও কনফার্ম প্রায়...কি অন্যায়!