Skip to main content

"না তো"

অগুনতি বার নিজেকে বলেছি,
   "ফিরে এসো"

সময় তাড়া দিয়ে গেছে,
   "ফিরেছে?"
...

ডানার সখা

ঝড়ের নিশান মেঘ ওড়ালো
পাখিকে বলল,
   খবরদার!
  ছোট্টো শরীর হারিয়ে যাবি
...

আলোর গুমোর

আলোর ভীষণ গুমোর,
নেভাতে গেলাম
চীৎকার করে
...

ঈশ্বরের পলাশ কুড়ানো

ঠোঁটও
কখনও কখনও হৃদয়ী হয়

যখন ঈশ্বর বিচারদণ্ড রেখে
পলাশ বনে একলা
...

সমুদ্র ও ঢেউ

উত্তাল সমুদ্রকে
ঢেউ জিজ্ঞাসা করেছিল,
"তুমি শান্ত
...

তুমিই তো

তুমিই তো
শুধু তুমিই

যখন সব মিথ্যাগুলো
...

সব দিক

আমি তো বলিনি হও আস্তিক
আমি তো বলিনি হও নাস্তিক

যাকে মেনে
...

নীড়ছাড়া বৈরাগী

হেঁটে আসা কাঙ্ক্ষিত পথ
  অবশেষে বলল
  "এবার বুঝলে তো, নিঃস্বতা অবশ্যম্ভাবী"
...

হরবোলা আর গিরগিটি

এক হরবোলা আর এক গিরগিটি সমুদ্রের সামনে দাঁড়িয়েছিল।
হরবোলা সমুদ্র শুষে নেওয়ার আওয়াজ করছিল।
গিরগিটি সমুদ্রর রঙ ধরে সমুদ্র সেজেছিল।
...

অতৃপ্তি

অতৃপ্তিকে যদি বলো, তুমি আবার কেন?
অতৃপ্তি হবে অসন্তোষ
বরং যদি বলো
...
Subscribe to উপপত্র