Skip to main content

যে চলে গেল

যে চলে গেল
  সে জানল না
    কেউ তাকিয়ে ছিল

কেউ তারই জন্য পথ ছেড়ে
    পথের পাশেই বসেছিল

আলোকবর্ষ

হাত পেতেছিলাম
   কিছুটা সময় চাইব বলে

পেলাম না

শুধু আঙুলগুলো পিছিয়ে গেলো
        কয়েক আলোকবর্ষ

বাস্তব

বাস্তবে তোমার আমার সাথে কি প্রয়োজন বলো?
তবু কিছুটা সময় বাস্তব না হয় থাকলই আড়ালে
তুমি তোমার সময় হলে ফিরে যেয়ো
    আমি ফিরিয়ে নেবো বাস্তবকে আবার আমার মত করে

                    তুমি ভেবো না

দুর্গন্ধময়

কুলকুচো করেছো?
এবার জলটা ফেলো

শাশ্বত সত্য কিছু ধুয়ে যাক
  তোমার জিভ থেকে

ওরা বাসি দুর্গন্ধময় হয়েছে

যা জমিয়েছি

জীবন চুঁইয়ে যা জমিয়েছি
  সে বিষও না, অমৃতও না

জমেছে কিছু ভালোবাসা

ভালোবাসা মানে বিষও
        তবে অমৃতও কি নয়?

ভালোবেসে কেউ সমুদ্র হয় না

ভালোবেসে কেউ সমুদ্র হয় না
      ওসব বাজে কথা

ভালোবেসে মানুষ
   গ্রীষ্মের সমুদ্রতট হয়
        নিজেরই পা রাখা দায়!

নিষ্ঠুর পরিহাস

বারবার খাদের মুখে দাঁড় করিয়ে দাও কেন?

অবশ ভয়ে না,
       ভালোবেসে

জেনে বুঝেও
  কি নিষ্ঠুর পরিহাস তোমার

সমান্তরাল

কত যুগ হল
   পাশাপাশি
       সমান্তরালে হাঁটছি

  মাঝামাঝি যে প্রাচীর, সেও -
       সমান্তরালে হাঁটছে

নিঃশব্দতার ভাষা

নিঃশব্দতার ভাষা যদি না বোঝো
    অভিধানের জঙ্গলে পথ হারাবে

এক গাছ থেকে অন্য গাছে
     উড়ে যাওয়া পাখি
           আকাশেই অলখ পথ আঁকে

শুধু আমি শুধু তুমি

শুধু আমিই নই
     তুমিও তো অসহায়ের মত দাঁড়িয়েছো
                     আমার সামনে কতবার

Subscribe to উপপত্র