কথা
সে পরিধিকে বলল, অতিরিক্ত
...
শঙ্কা
থর থর শিখা
ওত পেতে বসা
সর্বগ্রাসী অন্ধকার
বাতাসের
ফিসফিসানি
মেঘালয়
মেঘালয়, তোমার গুহাবাসী শ্রমিকেরা জানল না, এবারে ঠাণ্ডা অনেক বেশি পড়েছে
ওদের শরীরের থেকেও বেশি ঠাণ্ডা নয় যদিও
তবু মনে হয়,
একজনও যদি বেরিয়ে আসে প্রাণের উষ্ণতায়
লজ্জা পাবে কে, মেঘালয়?
সকালের প্রথম রোদ
সকালের প্রথম রোদ এসে
সবুজ পাতাকে জড়িয়ে ধরল
বলল, আমি এলাম
সবুজ পাতা বলল, সারারাত যে অপেক্ষায় ছিলাম
বিকালের যাই যাই করা রোদ, ম্লান মুখে
সবুজ পাতাকে ছুঁয়ে বলল, এলাম
সবুজ পাতা বলল, সারারাত জেনো অপেক্ষায় রইলাম
এত সাজসজ্জা
এত সাজসজ্জা
এত নির্ভুল উচ্চারণ
এত নিখুঁত পদক্ষেপ
হাসি পায়
কবরের উপর এত নক্সা কেন?
মানুষ শুধু শরীরে
মানুষ শুধু শরীরে আহত হয় না
দেশ শুধু আহ্নিকগতিতে অন্ধকার হয় না
মৃত মানুষে শুধু কবর শ্মশান হয় না
সময়ের কয়েকটা ছেঁড়া পাতা
অকারণ হারিয়ে যায় না
এমন নয়
এমন নয়
তবে?
জানি না। তবে এমন নয়।
চেনা?
না, তবে অচেনাও তো নয়
তবে কেমন?
জানি না। তবে এমন তো নয়!
শোধন
সমস্ত অন্ধকার লুকিয়ে
সূর্যোদয়ের বিপরীতে হাঁটছিলাম
ভোরের শিশিরে পা পিছলালো
সূর্যাস্তের পোড়া ইটের রঙে
সূর্যোদয়ের কান্না কাঁদলাম
শান্তি
ঘুমিয়ে পড়লে
বললাম, শান্তি
চোখে ঠুলি পরলে
অথচ একবারও দুটো বিরুদ্ধ স্রোতের মাঝে
পাটাতনটা খুঁজে দেখলে না
তত্ত্বকথা
তর্জনী ডুবিয়ে বসে