Skip to main content

একা

আমি একটা বৃক্ষের
সব কটা পাতা গুনে 
ঘুমিয়ে পড়ব
...

বাঁশি

"যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে...দূরে কোথায় দূরে দূরে"...

   সেই বাঁশিটি কোথায়? কে শুনতে চায় সে বাঁশি?

       কেউ না। কেউ না। কেউ না।

...

তুমি না মালী?

তুমি না মালী?

ফুলই তো নিয়ে গেছে
...

প্রশ্ন

যে রাস্তা পার হওয়ার সময় দু'দিক দেখে না

তাকে তুমি কি বলো?

বোকা না বিশ্বাসী?
...

পূর্ণগ্রাস

ফাঁদ তো আকর্ষণীয়ই হয়।

কোমল শব্দ। সুমিষ্ট কণ্ঠস্বর। সহমর্মির দেহভঙ্গী।

অনেক অভ্যাসে রপ্ত করতে হয়।
...

শিশির

তারা ছোপ ছোপ
   রাতের আকাশটা গায়ে টেনে 
             শুয়ে আছি
...

শব্দের নেশা

অক্ষরগুলো
   হাততালির শব্দের নেশায়
      যেন ভবঘুরে না হয়
...

ডানা মেল

প্রকোষ্ঠে অনুমান
অনুমানে নীল রঙ
...

যা রেখে গেলে

যা রেখে গেলে
    কেন পাখির মত ডানা মেলে উড়ে গেল না
...
Subscribe to উপপত্র