Skip to main content

দ্বন্দ্ব

ভাবনা হয়েও
      ভাবনার সাথে দ্বন্দ্ব হল
পাঁজরগুলো চেঁচিয়ে উঠে চুপ করল
  আমি হয়েও আমি না হওয়ার ছল বুনল

প্রাণের দীপটাকে আড়াল করে গেল

কেউ যেন প্রাণের দীপটাকে আড়াল করে গেল
     আশীর্বাদ না সৌভাগ্য?
    জানি না
    এক পা এগোলে শত পা এগোনো যায়
       এতটা জানি


(ছবিঃ সমীরণ নন্দী)

কিছু স্বপ্ন ময়লাফেলার

কিছু স্বপ্ন ময়লাফেলার গাড়িতে চলে গেছে
কিছু স্বপ্ন কারোর কারোর মোটরসাইকেল আর কাঁচতোলা গাড়ির চাকার তলায়
কিছু স্বপ্নের মুখে আমি নিজেই দিয়েছি নুন
তোমরা বল মেয়েদের অধিকার
আমি খুঁজছি খালি পেট ভরবার, কারোর দরজায়, অতিরিক্ত ভাত


[ছবিঃ সুষ্মিতা বরাট]

আবছায়া কিছু কথা

আবছায়া কিছু কথা
  স্বপ্নে এসে দাঁড়িয়েছিল
আমি চিনতে পারিনি
    তবু কিছু কথা
পরিচিতের মত রয়ে গেল

(ছবিঃ প্রদীপ্ত নন্দী)

আমি ছায়া নিয়েই বাঁচি

আমি ছায়া নিয়েই বাঁচি
   যদি তুমি বুকের কোনায় স্নিগ্ধ হেসে দাঁড়াও

আমি রোদ্দুর মেখে
  তোমাকেই খুঁজে ফিরি
তুমি শুধু হাতটুকু তো বাড়াও!


(ছবিঃ দেবাশিষ বোস)

মরে ভ্রান্তিই শুধু

ছায়া কোনোদিন আলোর উৎসের দিকে জন্মায় না
জন্মায় মরে ভ্রান্তিই শুধু,
    সত্য অজন্মা, আবৃত হয়

                  অবলুপ্ত হয় না


[ছবিঃ দেবাশিষ বোস]

কেউ পুড়ছে

কেউ পুড়ছে

কেউ খুঁড়ছে

কেউ ঘুমাচ্ছে

    আমি বলছি না
        চোখেরা বলছে

আলোর জন্য প্রার্থনা

অন্ধচোখে করেছিলাম
         আলোর জন্য প্রার্থনা
ভেবেছিলাম
       আলোতে হয়তো আপনি ফোটে চোখ
বুঝিনি কোনদিন
           আলো হারানোর যন্ত্রণা

দীর্ঘ পথ চলার শেষে

দীর্ঘ পথ চলার শেষে
     যেন ফিরে এলাম নিজের কাছে
    মন মাথা ডুবিয়ে স্নান করে উঠল
             বলল, আহ্!
  সব দীর্ঘশ্বাসগুলো ডানা মেলল মেঘলা আকাশে
           এখন অপেক্ষা বৃষ্টির

প্রার্থনা শুধু এই

প্রার্থনা শুধু এই

  সজনে বিজনে
  আঁধারে আলোতে
  সম্পদে বিপদে
  নিন্দা খ্যাতিতে

সত্যভ্রষ্ট যেন না হই

Subscribe to উপপত্র