Skip to main content

সব মাটিতে সব গাছ হয় না

সব মাটিতে সব গাছ হয় না
সব ঋতুতে সব ফুল ফোটে না
সব ভালোবাসা জড়ো করে 
            অভিমান করে বসেছ
জানো না,
  সব হৃদয়ে সব ভালোবাসা ধরে না?

তাই হয়

সাঁকোটা পেরোবার পর মনে হয় -

         এমন কি আর দরকারি ছিল ওটা?
      বাঁশে বানানো সামান্য একটা সাঁকোই তো
   অমন সাঁকো ঢের দেখেছি, আরো কত দেখব!

তাই হয়

ঘুম নষ্ট

কোনো একদিন থেকে সে নিশ্চিন্তে ঘুমাবে।

শুধু এইটুকুই চাইত লোকটা,
        বহু রাতের ঘুম নষ্ট করে।

এখন লোকটা মড়ার মত ঘুমায়।

দ্বিধা

ফেরার কথা ছিল দু'জনেরই
ফেরা হল না
অনায়াসেই ফেরা যেত যদিও

অসঙ্কোচে কাটানো সময়
     ফিরতে চাইল না দ্বিধার হাত ধরে

সব কিছু

সব কিছু সহজ হবে ভেবেছিলাম
সব কিছু সহজ হোক চেয়েছিলাম

নিজের দিকে তাকাতে গিয়ে 
                  মুখ ঢাকলাম

সময়

সময় ডেকে নিয়ে গেল -
          একা

ঠিকানা জানা নেই

চোখ মেলে বসে আছি, 
যদি কোনো ফিরতি নায়ে মেলে দেখা


(ছবিঃ সমীরন নন্দী) 

মৃত্যু নতুন কিছু বলে না

মৃত্যু নতুন কিছু বলে না
সব নতুনকে ঢাকে পুরোনো মোড়কে 
মৃত্যুতে আত্মীয় তো সবাই
সব রাস্তারা অসম্পূর্ণ
          নিত্যঘোর ভাঙে অচেনা চমকে

অসীমকে ভালোবেসে

তুমি অসীমকে ছুঁয়ে ফিরে এসো
    আমি আছি সীমানার আশেপাশে
তোমায় নিয়ে বাঁধব ঘর
     তোমার চোখের সীমায় 
           অসীমকে ভালোবেসে

তুমি আমি

তুমি দরজা হয়ে ছিলে, 
আমি তোমায় দরজার বাইরে খুঁজেছিলাম

তুমি পথ হয়ে ছিলে
আমি তোমায় পথের প্রান্তে চেয়েছিলাম

তুমি প্রেম হয়ে ছিলে
আমি তোমায় শর্তের বাঁধনে বেঁধেছিলাম

সংশয়

বারণ তো কেউ শোনে না
   না নিয়তি
       না ঝড়

Subscribe to উপপত্র