Skip to main content

ভালোবাসা

ভালোবাসা কূল হারানো সমুদ্র না
ভালোবাসা পরিধি ঘেরা পুকুর দীঘিও না
...

আমি

ভালোবেসে খণ্ড খণ্ড করে নিজেকে বিকিয়েছিলাম 
আজ কি মনে হল 
   নিজেকে খুঁজতে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম 
...

বীজ

এক টব মাটিই ছিল শুধু
তুমি একটা বীজ পুঁতেছিলে
   জল দিয়েছিলে সময় করে, মনে করে
...

পাখিটা

পাখিটা এক গাছের ডাল ছেড়ে আরেক গাছের ডালে উড়ে গেল। উড়ে যাওয়ার সময় একটা পালক এসে পড়ল মাটিতে। ঘাসের গায়ের সাথে গা লাগিয়ে শুলো। ঘাস তাকে বলল, নিজেই এলে? না তাড়িয়ে দিলো? 
...

বিশ্রাম

সব যন্ত্রপাতিগুলো ব্যাগে ভরে মিস্ত্রীটা বাড়ি ফিরে গেল খানিক আগে
      সন্ধ্যা হল। এবার বিশ্রাম নেবে ও। আজ আর কাজ না।

    সন্ধানী চোখদুটো আমার 
            অভিধানে বিশ্রামহীন এখনও

ভালোলাগা

সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় লেগে বিচ্ছুরিত হোক
   কি ঘাসের আগায় জমা শিশিরবিন্দু থেকে
   তুলনার প্রাচীর টেনে
        ভালোলাগাকে খণ্ডিত করি না
           অপমান করি না সূর্যকেও

তাকিয়ে দেখো

তাকিয়ে দেখো 
তারাটা অনেকক্ষণ উঠেছে 
   ওটা কি ঈশান কোণ?
...

যে চলে গেল

যে চলে গেল
  সে জানল না
    কেউ তাকিয়ে ছিল

কেউ তারই জন্য পথ ছেড়ে
    পথের পাশেই বসেছিল

আলোকবর্ষ

হাত পেতেছিলাম
   কিছুটা সময় চাইব বলে

পেলাম না

শুধু আঙুলগুলো পিছিয়ে গেলো
        কয়েক আলোকবর্ষ

বাস্তব

বাস্তবে তোমার আমার সাথে কি প্রয়োজন বলো?
তবু কিছুটা সময় বাস্তব না হয় থাকলই আড়ালে
তুমি তোমার সময় হলে ফিরে যেয়ো
    আমি ফিরিয়ে নেবো বাস্তবকে আবার আমার মত করে

                    তুমি ভেবো না

Subscribe to উপপত্র