তুমি কি জানো?
আমার অবকাশযাপন নিঃসংজ্ঞ
তুমি কি জানো?
দ্বিধান্বিত ভাবনার নিঃসরণ
একলা আকাশে
নিঃশব্দ পদচারণ
তুমি কোথায়?
তাই তোমার ধর্ম জানি না
আমি শুধু তোমার চোখের মণির দিকে তাকাই
তাই তোমার ধর্ম জানি না
আমি শুধু অন্ধ হয়ে তোমার স্পর্শে মেখে থাকি
তাই তোমার ধর্ম জানি না
আমি শুধু তোমার সুবাস লাগা বাতাসে বেঁচে আছি
তাই তোমার ধর্ম জানি না
দুঃখ নিজেকে দু-টুকরো করে
দুঃখ নিজেকে দু-টুকরো করে
এক টুকরো আমার হাতে দিয়ে বলল -
চেখে দেখো!
আমি চাখতে চাখতে
বাকি টুকরোটার দিকে তাকিয়ে
ভুরু কুঁচকে, তিতো আসক্তিতে
ধুলো উড়িয়ে
ধুলো উড়িয়ে, মাটি কাঁপিয়ে তো গেলে
তোমার ক্ষমতা আছে মানলাম
কিন্তু ধুলো না উড়িয়ে, মাটি না কাঁপিয়ে
গন্তব্যে পৌঁছাতে পারতে কি?
জানা হল না
ঘাসেরা বড্ড কাঁদে
স্বপ্নের বুনট ছিঁড়ে পড়ল
শিশিরে পা মাড়িয়ে, পা ভিজিয়ে এলো -
সে
বলল,
ঘাসেরা বড্ড কাঁদে
তুমি?
একপেশে মন খারাপ
বড্ড জেদি
বন্ধ দরজা
পাতা পড়ার শব্দেও কানখাড়া
তুমি?
২৫শে বৈশাখ
খোলা বারান্দা
কখনও আড়ি, কখনও সখনও ভাব
ভালোবাসা, তোর নোনতা নোনতা স্বাদ
হৃদয় ঘিরেছে বল্মীক কারাগারে
প্রাণের ফেঁসোয় গরলামৃত ফাঁদ
প্রজাপতি
প্রজাপতি বলল, মধু কই?
ফুল বলল, মধু তো নেই
আছে সাজ। ঠিক ওই ফুলের মত।
প্রজাপতি বলল, কিন্তু সে ফুলে যে আছে মধু
তার আছে সে সাধন,
তুমি তো রিক্ত। শূন্য অনুকরণ।
তোমার প্রতিবাদ
তোমার প্রতিবাদ
ঝোড়ো হাওয়ায় দাবানল লাগিয়ে
আমার প্রতিবাদ
ঝোড়ো হাওয়ায় ঘরের কোণের
প্রদীপ আগলিয়ে