Skip to main content


WHO কহে, ভাই UN
আমারে কোভিডে খেল
তোমারে পুটিন
অস্তিত্ব সংকটে পড়ি
হয়ে দীনহীন
কে লইবে মোর কার্য
কহে দুই ভাই
দুয়ারে যুদ্ধ, ভাইরাস
আগে বুঝি নাই
জগতের লীলা বোঝা
সে যে কি যে ভার
আগামাথা বুঝি না যে
বাক্যই সম্ভার
শক্তি নাই, দৃষ্টি নাই
নাই বিবেচনা
ভালে এত দুর্গতি আছে
আগে নাহি ছিল জানা
আলোচনা সভাআদি
কিঞ্চিৎ দানধ্যান
এইতেই ভেবেছিনু
জগত পাবে পরিত্রাণ
ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মোরা
জগতের হোতা
আমা ছাড়া জগত যেন
জল ছাড়া ন্যাতা
কি ঘটিল ভাই রে আজ
কেহ নাহি মানে
শিশুরাও বিদ্রুপ করে
মিডিয়া খেলনাসম জানে
তবু আছি, তবু বলি
লাজলজ্জা ছাড়ি
ভয় হয় অনুদান সব
নাহি লয় কাড়ি!

Category