sumanasya
11 January 2023

এই যে বাগান, এর কোনো উদ্দেশ্য নেই। এর একটা অর্থ আছে। বাগানটা বানাতে সুখ হয়েছে। আনন্দ হয়েছে। তার মানে কি এই যে কোনো সমস্যা হয়নি? বিস্তর সমস্যাও হয়েছে। হবেও। কিন্তু এই সব কিছুর তো কোনো উদ্দেশ্য নেই, আমার কাছে একটা অর্থ আছে। সে অর্থ, আনন্দ।
কোনো কিছুরই কোনো উদ্দেশ্য নেই। একটা অর্থ আছে। জলের অর্থ জল। মাটির অর্থ মাটি। সুখের অর্থ সুখ। দুঃখের অর্থ দুঃখ।
খামোখা এ সবের মধ্যে উদ্দেশ্য কেন খুঁজে মবব?
(ছবি Debasish Bose)