সৌরভ ভট্টাচার্য
 9 January 2018              
    
  তোমার শরীর মাড়িয়ে রোদ নামেনি কোনোদিন
তোমার বৃষ্টিভেজা চুলের ছাঁট পড়েনি কোনোদিন বারান্দায়
তোমার ছাদে শুকোতে দেওয়া কাপড়
কালবৈশাখী উড়িয়ে নিয়ে প্রতিবেশীর ছাদে ফেলেনি কোনোদিন
তোমার সাথে উষ্ণ চায়ের কাপ জড়িয়ে
বসিনি তো কোনোদিন শীতের সকালে
তোমার বৃষ্টিভেজা চুলের ছাঁট পড়েনি কোনোদিন বারান্দায়
তোমার ছাদে শুকোতে দেওয়া কাপড়
কালবৈশাখী উড়িয়ে নিয়ে প্রতিবেশীর ছাদে ফেলেনি কোনোদিন
তোমার সাথে উষ্ণ চায়ের কাপ জড়িয়ে
বসিনি তো কোনোদিন শীতের সকালে
ধরাছোঁয়ার নাগালের বাইরে যে তুমি
আমার সব ধরাছোঁয়াকে করে রাখলে অস্পৃশ্য
আমার সব ধরাছোঁয়াকে করে রাখলে অস্পৃশ্য
  আমায় জড়িয়ে 
আমায় ছাড়িয়ে
আমায় সরিয়ে
আমাকে আড়াল করে আমার থেকে
আমাকেই চাইছো যে দু'হাত বাড়িয়ে
আমায় ছাড়িয়ে
আমায় সরিয়ে
আমাকে আড়াল করে আমার থেকে
আমাকেই চাইছো যে দু'হাত বাড়িয়ে
 যেতে তো চাই।
   শুধু বলো -
ফিরব যখন
কি নিয়ে ফিরবো?
ফিরব যখন
কি নিয়ে ফিরবো?
        তোমায়?                     না আমায়?